BAN vs NZ সিরিজক্রিকেটখেলাধুলা

১ম T20 তে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ!

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে পরাজিত হল টাইগাররা।  প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২১০ রান তুলতে সক্ষম হয়।  বাংলাদেশ ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ছিল চাপের মুখে।

২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে ওপেরার লিটন দাস সাজঘরে ফেরেন। ব্যক্তিগত চার রানে ইশ সোধির হাতে ক্যাচ তুলে দেন তিনি। নাইম শেখ আশা জাগালে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। তিনি ২৭ রানে ফার্গুসনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন।

টি-টোয়েন্টি

সৌম্য সরকারও স্থায়ী হতে পারেন নি। ওই ওভারেই মিঠুন  (৪) ব্যাটে-বলে মেলাতে না পেরে  বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। মাহমুদুল্লাহ রিয়াদ  ইনসাইড এজ হয়ে বোল্ড হন। রানের খাতা খোলার আগেই  ফিরতে হয়  শেখ মেহেদী কে।

সপ্তম উইকেটে সাইফুদ্দিন  কে সাথে নিয়ে ৬৩  রানের পার্টনারশিপ গড়ে তোলেন আফিফ হোসেন।  মূলত এই পার্টনারশিপের ফলেই সম্মানজনক স্কোর করতে পারে টিম বাংলাদেশ। আফিফ হোসেন  ব্যক্তিগত ৪৫ রানে ফার্গুসনের বলে বোল্ড হন।  সাইফুদ্দিন ৩৪ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড   3 উইকেট হারিয়ে 210 রান করে। বাংলাদেশের পক্ষে নাসুম ২ উইকেট এবং মেহেদী ১ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২১০/৩ (২০-ওভার) (কনওয়ে ৯২*,ইয়ং ৫৩, ফিলিপ্স ২৪*; নাসুম ২/৩০, মেহেদী ১/৩৭)

বাংলাদেশ: ১৪৪/৮ (২০-ওভার)  (নাঈম শেখ ২৭, আফিফ হোসেন ৪৫, সাইফউদ্দিন ৩৪; সোধি ৪/২৮, ফার্গুসন ২/২৫)

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *