BAN vs SL সিরিজক্রিকেটখেলাধুলা

নিয়ন্ত্রিত বোলিং ও অনিয়ন্ত্রিত ফিল্ডিংয়ে টাইগারদের প্রথম সেশন!

বাংলাদেশ পালেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে আজ (বৃহস্পতিবার) সকালে। টসে হেরে আগে ফিল্ডিং করছে মমিনুল হকের দল। প্রথম সেশনে বোলাররা দারুণ বোলিং করলেও হতাশ করেছেন ফিল্ডাররা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩২.৪ ওভার – ৯৫/০ (থিরিমান্নে ৪৭*, করুনারত্নে ৪৫*; তাসকিন ২৭/০, শরিফুল ৩১/০)

একের পর এক ক্যাচ ও ফিল্ডিং মিস করেছে টাইগাররা। তাই নিয়ন্ত্রিত বোলিং করেও উইকেট পায় নি টাইগাররা। দারুণ শুরু করেছিলেন তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহি। এর মধ্যে তাসকিনের দ্বিতীয় ওভারেই দু’টি এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন নি আম্পায়ার।

বাংলাদেশ একাদশ : ১) তামিম ইকবাল, ২) সাইফ হাসান, ৩) নাজমুল হোসেন শান্ত, ৪) মুমিনুল হক, ৫) মুশফিকুর রহিম, ৬) লিটন দাস, ৭) মেহেদী হাসান মিরাজ, ৮) তাইজুল ইসলাম, ৯) তাসকিন আহমেদ, ১০) আবু জায়েদ চৌধুরী, ১১) শরিফুল ইসলাম।

  • Get free Insurance Tips from Experts

শ্রীলঙ্কা একাদশ : ১) দিমুথ , ২) লাহিরু থিরিমান্নে, ৩) ওশাদা ফার্নান্দো, ৪) অ্যাঞ্জেলো ম্যাথিউস, ৫) ধনাঞ্জয়া ডি সিলভা, ৬) পাথুম নিসানকা, ৭) নিরোশান ডিকভেলা, ৮) প্রবীণ জয় বিক্রম, ৯) সুরাঙ্গা লাকমল,১০)  রামিশ মেন্ডিস, ১১) বিশ্ব ফার্নান্দো।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *