ক্রিকেটখেলাধুলাবেঙ্গল টাইগার

মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার । আমাদের কাটার মাস্টার

মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার , যার চোখ জুড়ানো বোলিং অসাধারন কাটার,’যাকে প্রথম দেখায় ভক্ত বনে গিয়েছিলো দেশ-বিদেশের কোটি মানুষ’। তিনি হলেন আমাদের বাংলার দা-ফিজ খ্যাত মুস্তাফিজ। দেখতে সহজ- সরল হলেও তার বোলিংয়ের ধার অনেকটা বেশি। বিশ্বসেরা অনেক বাঘা – বাঘা ব্যাটসম্যান দের বস করেছেন আমাদের মুস্তাফিজ।

মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার

আলোর প্রতীক হয়ে এসে ছিলেন মুস্তাফিজ, লাল সবুজের জার্সি ছিল যেন ছিল ফিজ এর নিয়তি।
চুলুন এক নজরে দেখে মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার –

ফিজ এর টি-২০ ক্যারিয়ারঃ


ফিজ টি-২০ তে ফার্স্ট উইকেট শিকার করেন শহিদ আফ্রিদির।
২০টি ক্রিকেট বোলিং –
ম্যাচ: ৪১
ইনিংস : ৪১
বল: ৯০১
রান: ১১৯১
উইকেট: ৫৮
ইকনোমি: ৭.৯৩
এভারেজ : ২০.৫৩
বেষ্ট বোলিং: ২২/৫

ওডিয়াই ক্রিকেট বোলিং ক্যারিয়ার

ওডিয়াই ক্যারিয়ারে ফার্স্ট ‘ভারতের’ মারকুটে প্লিয়ার রহিত শার্মার উইকেট শিকার করেন।
বোলিংঃ
ম্যাচ: ৫৮
ইনিংস : ৫৭
বল: ২৮৮৫
রান: ২৫১২
উইকেট: ১০৯
ইকনোমি: ৫.২২
এভারেজ : ২৩.০৫
বেষ্ট বোলিং: ৪৩/৬


টেষ্ট ক্রিকেট ক্যারিয়ারঃ


“সাদা পোষাকে ফিজ তার ফার্স্ট উইকেটের শিকার হন হাসিম আমলা”।
টেস্ট ক্রিকেটে বোলিংঃ-
ম্যাচ: ৪১
ইনিংস: ৪১
বল: ১৮৪৫
রান: ৯৮৫
উইকেট: ২৮
বেষ্ট বোলিং :৬৬/৫
ইকোনমি: ৩.২
এভারেজ: ৩৫.১৮


এই ছিল মুস্তাফিজের বোলিং ক্যারিয়ার ।আশাকরি আগামী দিন গুলোতে তিনি আরো ভালো করবেন। (লিখেছেন – আলিস আলি হাসান রাজা)

শুভকামনা রইলো প্রিয় মুস্তাফিজ


সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *