BAN vs WI সিরিজCricketSports

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের সম্ভাব্য একাদশ!

বুধবার ২০ জানুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। বেলা ১১ঃ৩০ টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। 

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক তামিম ইকবাল আগামীকালের ম্যাচ টি  মাঠে গড়ানোর আগেই টাইগারদের ব্যাটিং লাইন আপ  নিয়ে অনেকটাই ধারণা দিয়েছেন। 

ওপেনিংয়ে বরাবরের মতোই তামিম ইকবালের সঙ্গী হিসেবে যাচ্ছেন লিটন কুমার দাস। বাংলাদেশ দলের কোচ ডমিঙ্গো জানিয়েছেন তিন নম্বরে ব্যাটিং করবেন নাজমুল হোসান শান্ত।

নাজমুল হোসেন শান্ত কে তিন নাম্বারে নিজের পছন্দের জায়গা ছেড়ে দিয়ে চার নাম্বারে খেলবেন সাকিব আল হাসান। পাঁচে মুশফিকুর রহিম এবং ছয়ে থাকতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ।

অল-রাউন্ডার হিসেবে সৌম্য সরকারের সাত নাম্বার মোটামুটি নিশ্চিত বলা চলে।  আট নাম্বারে আছেন আরেক অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নয় নম্বরে  থাকার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসানের।

 পেস বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান এবং রুবেল  হোসেন দুজনেরই থাকার সম্ভাবনা রয়েছে।  শরিফুল ইসলাম বা হাসান মাহমুদ এর  কেউ একজন

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

 বাংলাদেশ একাদশ (সম্ভাব্য) –

১) তামিম ইকবাল (অধিনায়ক) ২)লিটন দাস ৩)  নাজমুল হোসেন শান্ত ৪) মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক)  ৫)মাহমুদুল্লাহ রিয়াদ ৬)  সৌম্য সরকার ৭)  মোহাম্মদ সাইফুদ্দিন ৮) মেহেদী হাসান ৯) মোস্তাফিজুর রহমান /  রুবেল হোসেন ১০) শরিফুল ইসলাম /  হাসান মাহমুদ।

দর্শক এটি হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচের হেলদি-স্পোর্টস এর সাজানো সম্ভাব্য একাদশ। আপনি চাইলে কমেন্ট বক্সে একাদশ টি জানাতে পারেন।

আরো পড়ুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *