ক্রিকেটখেলাধুলাবাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL)

মাহমুদউল্লাহ-রাসেল ঝড়ে ঢাকার প্রথম জয়!

বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ৫ নাম্বার ম্যাচ হয় মাহামুদুল্লাহর ঢাকার সাথে সাকিবের বরিশালের। শেরে বাংলা স্টেডিয়ামে ১২টা৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেন ঢাকার অধিনায়ক মাহামুদুল্লাহ। 

মিরপুরের স্লো উইকেটে মোটামুটি শুরু করেন বরিশাল এর ওপেনার সৈকত আলি ও নাজমুল শান্ত।সৈকত ও নাজমুল শান্তর ওপেনিং জুটি ভাঙ্গেন শুভাগত হোম শান্তকে ৫ রানে সাজ ঘরে পাঠিয়ে। অতঃপর সাকিবের ১৯ বলে ২৩ রানের ইনিংস বরিশালকে গতিতে রাখে। ইউনিভার্স বস মিরপুরের স্লো উইকেটে মেলে ধরেছেন ৩ চার ও ২ ছয় এ ৩০ বলে ৩৬ করে।উদানার বলে গেইল আউট হলে ব্রাভো শেষ অবধি সুন্দর একটা ফিনিশিং দেয় ২৬ বলে ৩৩ রানের মাধ্যমে।

রুবেল হোসেনের নিয়ন্ত্রিত বোলিং আর সাকিবের মুল্যবান উইকেট বরিশালকে ৮ উইেকটে ১২৯ রানে আটকে দেয়.যদিও মাহামুদুল্লাহ আজ বেশ খরুচেই ছিলেন। ৩ ওভারে ৩১ দিয়ে নেন ১ উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ঢাকার সুচনা মোটেও ভালো ছিলোনা। শফিকুলের বলে তামিম ০ রানে সাজ ঘরে ফিরে যায়। খুব দ্রুত শেহজাদকেও তুলে নেন বোলার শফিকুল ব্যক্তিগত ৭ বলে ৫ রানের মাথায়। ১০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পরে ঢাকা প্লাটুন। সেখান থেকে দলকে জাতীয় দলের মতোই টেনে তোলেন মাহামুদুল্লাহ ৪৭ বলে ৪৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। তার সাথে সহযোগী ছিলেন শুভাগত হোম। 

১৩.১ বলে শুভাগত আউট হলে মাহা জুটি গড়েন আন্দ্রে রাসেলের সাথে। রাসেল শেষ অবধি অপরাজিত থাকেন ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে। এর মাধ্যমেই টুর্নামেন্টে ঢাকার প্রথম জয় হলো ৪ উইকেটে ১৫ বল হাতে থাকতেই। 

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকেhttps://shop.healthd-sports.com

স্কোরঃ

ফরচুন বরিশাল: ১২৮-৮(২০)

গেইল ৩৬(৩০), ডোয়াইন ব্রাভো*৩৩(২৬), সাকিব ২৩(১৯)

আন্দ্রে রাসেল ৪-২৭-২, ইসুরু উদানা ৪-২৯-২, রুবেল হোসেন ৩-৮-১।

মিনিস্টার ঢাকা: ১৩০-৬(১৭.৩)

মাহামুদুল্লাহ ৪৭(৪৭), আন্দ্রে রাসেল* ৩১(১৫), শুভাগত হোম ২৯(২৫)

শফিকুল ইসলাম ৩-২০-২, আলজেরি যোসেফ ৩-৩৪-২, ডোয়াইন ব্রাভো ৩-১৬-১

ম্যাচ সেরা: মাহামুদুল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *