টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের স্কোয়াড

ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের স্কোয়াড। অপেক্ষা এবার লড়াইয়ের!

আগামী ২ জনু হতে শুরু হতে যাওয়া এখন পর্যন্ত আইসিসির আয়োজন করা সবচেয়ে বড় ক্রিকেটীয় আসর বসতে যাচ্ছে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।

মূল পর্বের নামার আগে ১৬টি ওয়ার্ম আপ ম্যাচে নিজেদের জ্বালিয়ে নিবে সব দল। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা। রাতের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। 

গ্রুপ-এ’তে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান, সাথে আছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং আয়ারল্যান্ড। ( Group A all teams squad)

একই গ্রুপে জায়গা পাওয়া ভারত, পাকিস্তান দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই হবে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ জুন। 

গ্রুপে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং কানাডা জায়গা পেলেও নজর থাকবে একবার করে শিরোপা ঘরে তোলা ভারত ও পাকিস্তানের দিকে।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশসভি জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ত, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ সিরাজ, শুভমান গিল (রিজার্ভ), রিঙ্কু সিং (রিজার্ভ), খলিল আহমেদ (রিজার্ভ), আভেশ খান (রিজার্ভ)।

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), সাইম আয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, উসমান খান, আজম খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, হারিস রউফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ। 

কানাডা স্কোয়াড: সাদ বিন জাফার (অধিনায়ক), অ্যারন জনসন, ডিলোন হ্যালিগার, দিলপ্রীত বাজওয়া, হার্শ থাকের, জেরেমি গর্ডন, জুনায়েদ সিদ্দিকী, কালিম সানা, কানওয়ারপাল থাতগার, নিকোলাস কির্টন, নভনিত ধলিওয়াল, পার্গাত সিং, রাবিন্দারপাল সিং, রাইয়ানখান পাঠান, শ্রেয়াস মোভ্বা, তাজিনদার সিং (রিজার্ভ), আম্মার খালিদ (রিজার্ভ), পারভিন কুমার (রিজার্ভ), আদিত্য ভারাদারাজান (রিজার্ভ), জাতীনদার মাথারু (রিজার্ভ)। 

যুক্তরাষ্ট্র স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোনস, আন্দ্রিয়েস গোস, কোরি এন্ড্যারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নিথিশ কুমার, নশথুশ কেনজিগে, সৌরভ নেথ্রভালকার, স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, শাদলে ভ্যান শোল্কউইক, গজানন্দ সিং (রিজার্ভ), ইয়াসির মোহাম্মদ (রিজার্ভ), জুয়ানোই ড্রাইসডেল (রিজার্ভ)। 

আয়ারল্যান্ড স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, রস অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফার, এন্ড্রিউ বেলবির্নি, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিয়ুম, জশ লিটল, বেরি ম্যাক্কার্থি, নেইল রক, হ্যারি টেকটর, লকরান টাক্কার, বেন ওয়াইট, ক্রেইগ ইয়ং। 

দুই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে গ্রুপ-বি ভাগাভাগি করবে নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। (Group B all teams squad)

ওয়েস্ট ইন্ডিজের সমান দুই শিরোপা জেতা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে গ্রুপ-বি’তে আছে ২০২১ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুই অ্যাশেজ প্রতিদ্বন্দ্বীদের অঘটন উপহার দিতে প্রস্তুত নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান।

ইংল্যান্ড স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, বেন ডাকেট, উইল জ্যাক্স, লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, ফিল সল্ট, স্যাম কারান, জফরা আর্চার, ক্রিস জর্ডান, রিসি টপলি, মার্ক উড, টম হার্টলে, আদিল রাশিদ।

অস্ট্রেলিয়া স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন আগার, পাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, ম্যাট শর্ট (রিজার্ভ), জ্যাক ফ্রাসের ম্যাকগার্ক (রিজার্ভ)।

নামিবিয়া স্কোয়াড: জেরার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ভ্যান লিঙ্গেন, ডাইলান লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাস্সেল, বেন শিকোঙ্গো, তানজেনি লুঙ্গামেনি, নিকো ডেভিন, জেজে স্মিথ, জান ফ্রাইলিংক, জেপি কোটজে, ডেভিড উইসে, বের্নার্ড স্কোল্টজ, মালান ক্রুগের, পিডি ব্লিঙ্গনোট।

স্কটল্যান্ড স্কোয়াড: রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, ব্রেড কার্রি, ক্রিস গ্রিভস, ওলি হের্স, জ্যাক জার্ভিস, মাইকেল জন্স, মাইকেল লিস্ক, ব্রেন্ডন ম্যাকমুলান, জর্জ মুনশে, সাফইয়ান শরিফ, ক্রিস সোল, চার্লি টিয়ার, মার্ক ওয়াট, ব্রেড হুইল।

ওমান স্কোয়াড: আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, কাশিয়াপ প্রাজাপতি, বিলাল খান, প্রাতিক আতাভালে, আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, মেহরান খান, রাফিউল্লাহ, কালিমউল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমেদ, খালিদ খাইল, জাতিন্দর সিং (রিজার্ভ), সামায় শ্রীভাস্তাভা (রিজার্ভ), সুফিয়ান মেহমুদ (রিজার্ভ), জয় ওদেদরা (রিজার্ভ)।

গ্রুপ-সি’তে ওয়েস্ট ইন্ডিজ, কিউই ও আফগানদের মতো শক্তিশালী দলের পাশাপাশি আছে পাপুয়া নিউগিনি ও উগান্ডা। (Group C all teams squad)

আয়োজক ওয়েস্ট ইন্ডিজের সাথে একই গ্রুপে জায়গা পেয়েছে শিরোপার আরেক দাবিদার নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া আফগানিস্তানও আছে তাদের সাথে লড়াই করতে। 

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের বড় কোনো আসরের মূল পর্বে জায়গা পাওয়া উগান্ডা এবং টুর্নামেন্টে দ্বিতীয়বার অংশ নিতে যাওয়া পাপুয়া নিউগিনি চাই গ্রুপের বাকি ৩ দলকে অঘটন উপহার দিতে।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিল অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিল রাবিন্দ্র, ইশ সোদি, মিচেল স্যান্টনার, টিম সাউদি। 

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভমান পাওয়েল (অধিনায়ক), জনসন চার্লস, আলজারি জোসেপ, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, ওবেদ ম্যাকয়, আকিল হোসেন, শামার জোসেপ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শারফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড। 

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নাইব, মুজিব উর রহমান, নূর আহমেদ, নানগয়াল খারোটি, নাভিন উল হক, ফজল হক ফারুকি, ফারিদ আহমেদ মালিক, সালিম সাফি (রিজার্ভ), হজরতউল্লাহ জাজাই (রিজার্ভ), সাদিক আতাল (রিজার্ভ)।

উগান্ডা স্কোয়াড: ব্রায়ান মাসাভা (অধিনায়ক), রজার মুকাসা, সিমন সেসাজি, কসমাস কিয়েউতা, দীনেশ নাকরামি, ফ্রেড আখেলাম, কেনেথ ওয়াইসা, আলপেশ রামজানি, ফ্র্যাঙ্ক সুবুগা, হেনরি সেনয়োন্দো, বিলাল হাসান, রবিনসন ওবুইয়া, রিয়াজাত আলী খান, জুমা মিয়াজি, রোনাক প্যাটেল, রোনাল্ড লুটায়া (রিজার্ভ), ইনোসেন্ট এমওয়েবেজ (রিজার্ভ)। 

পাপুয়া নিউগিনি স্কোয়াড: আসাদোল্লাহ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, আলেই নায়ো, ছাদ সোপের, হিলা ভারে, হিরি হিরি, জ্যাক গার্ডনার, জন কারিকো, কাবুয়া ভাগি মোরিয়া, কিপলিং ডোরিগা, লেগা সিয়াকা, নোরমান ভানুয়া, সিমা কামিয়া, সেসে ভাউ, টনি উরা।

গ্রুপ-ডি’তে নেপাল, নেদারল্যান্ডসের পাশাপাশি বাংলাদেশের প্রতিপক্ষ আসরের দুই ফেভারিট শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। (Group D all teams squad)

২০১৪ সালের পর আরও একবার শিরোপা বাগিয়ে নিতে প্রস্তুত শ্রীলঙ্কা। তাদের সাথে টেক্কা দিতে মুখিয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ। এবারের বিশ্বকাপের অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ। 

তবে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঝে পরের রাউন্ডে যাওয়ার কাজটা নিরবেই সেরে ফেলতে চাই হার্ড হিটারে ভরপুর আসরের অন্যতম ভারসাম্যপূর্ণ দল দক্ষিণ আফ্রিকা। সাথে থাকা নেপাল ও নেদারল্যান্ডস খর্ব শক্তির দল হলেও টি টোয়েন্টি ফর্ম্যাট হওয়ায় সমীহ করার উপায় নেই কোনো দলকে।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভীর ইসলাম, শাক মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আফিফ হোসেন (রিজার্ভ), হাসান মাহমুদ (রিজার্ভ)।

শ্রীলঙ্কা স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, পাথুম নিসানকা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইকরামা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ উইল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, দিলশান মাধুশাঙ্কা, আসিথা ফের্নান্দো (রিজার্ভ), বিজয়াকান্ত বিয়াশকান্ত (রিজার্ভ), ভানুকা রাজাপাকসা (রিজার্ভ), জানিথ লিয়ানাগে (রিজার্ভ)।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরার্ল কোয়েটজে, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুন, রিজা হেন্ডরিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিল মিলার, আনরিচ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটোন, তাবরেইজ শামসি, ত্রিস্তান স্তাবস।

নেপাল স্কোয়াড: রোহিত পোডেল (অধিনায়ক), আসিফ শাহ, আনিল কুমার, কুশাল বুর্টেল, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং আইরে, লালিত রাজবংশি, কারান কেসি, গুলশান জাহ, সোমপাল কামি, প্রতিশ জিসি, সন্দ্বীপ জোরা, আভিনাশ বোহারা, সাগার ধাকাল, কামাল সিং আইরে।


নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, দানিয়েল দোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান ভিক, ম্যাক্স ও’দউদ, মাইকেল লেভিট, পল ভ্যান মিকরেন, সাইব্রান্ড এঙ্গেলব্রেক্ট, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলে বারেসি, কাইল ক্লেইন (রিজার্ভ)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top